দুর্গাপূজার মৌসুমে আরও আড়াই হাজার টন ইলিশ মাছ ভারতে রপ্তানি


বাংলাদেশ থেকে দুর্গাপূজার মৌসুমে আরও আড়াই হাজার টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে এক চিঠি দিয়ে এই অনুমতির কথা জানানো হয়েছে।

তিন দিন আগেই ২০৮০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করার অনুমতি দেয় বাংলাদেশ।

কিন্তু হিমায়িত খাদ্যদ্রব্য রপ্তানিকারকদের সমিতি'র সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন তারা আরও বেশি ইলিশ রপ্তানির সুযোগ চান।

অন্যদিকে ইলিশ গবেষকরা বলছেন, এতে অতিরিক্ত মাছ ধরার ঝুঁকি তৈরি হবে।

যা বলছে বাণিজ্য মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বিবিসিকে জানিয়েছেন, "দুর্গা পূজার সময় প্রতি বছরই ভারতে ইলিশ যায়। এটি তারই অংশ। এবার গতবারের তুলনায় ইলিশ বেশি ধরা পড়েছে, সেজন্য রপ্তানি বাড়ানো হচ্ছে। তবে এটি সেরকম উন্মুক্ত রপ্তানি নয়। শুধু দুর্গাপূজাকে সামনে রেখে রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে। সারা বছর ধরে চলবে না।"

তিনি জানান, আজ আরও ৬৩ টি হিমায়িত মাছ রপ্তানিকারক কোম্পানিকে এই অনুমোদন দেয়া হয়েছে।

মাত্র তিন দিন আগেই ৫২ টি প্রতিষ্ঠানকে ২০৮০ মেট্রিকটন বা ২০ লাখ কেজির বেশি ইলিশ রপ্তানি করার অনুমতি দিয়েছে বাংলাদেশ।
দুর্গাপূজার মৌসুমে আরও আড়াই হাজার টন ইলিশ মাছ ভারতে রপ্তানি দুর্গাপূজার মৌসুমে আরও আড়াই হাজার টন ইলিশ মাছ ভারতে রপ্তানি Reviewed by Mahabubur Rahman on সেপ্টেম্বর ২৬, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

sora
Blogger দ্বারা পরিচালিত.