তিনি আরও বলেন, ‘এই সরকারকে সরাতে হলে জনগণের মধ্যে যেমন দৃঢ় ঐক্যের প্রয়োজন আছে, একই সঙ্গে গণতন্ত্রে বিশ্বাসী সংগঠনগুলোর মধ্যেও ঐক্যের প্রয়োজন আছে। জনগণের ঐক্য, আমাদের ঐক্য দিয়েই এদেশের মুক্তি হবে, গণতন্ত্র মুক্তি পাবে, খালেদা জিয়া মুক্ত হবেন।’
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
ডিইউজে একাংশের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেসক্লাবের সাবেক নেতা এম এ আজিজ, আবদুল হাই শিকদার, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজে একাংশের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহসভাপতি শাহীন হাসনাত, বাছির জামাল ও রাশেদুল হক বক্তব্য রাখেন।
জনগণের মধ্যে ঐক্য দিয়েই এদেশের মুক্তি হবে
Reviewed by Mahabubur Rahman
on
সেপ্টেম্বর ২৬, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: